তুল্যরোধ (Equivalent Resistance) : রোধের কোন সন্নিবেশের পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যাবহার করলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্য এর কোন পরিবর্তন হয় না, তাকে ঐ সন্নিবেশের তুল্য রোধ বলে।
সন্নিবেশ ঃ একাধিক রোধ কে একত্রে সংযোগ করাকেই সন্নিবেশ বলে।
রোধের সন্নিবেশ ২ ধরনের হতে পারে।
১) শ্রেণি সন্নিবেশ
২) সমান্তরাল সন্নিবেশ
রোধের শ্রেণি সন্নিবেশ :
এখানে R1, R2 এবং R3 রোধক এ তড়িৎ প্রবাহ একই (Current Same) এবং R1, R2 এবং R3 এ বিভব পার্থক্য (Voltage Different) যথাক্রমে কমে। অর্থাৎ বিভব পার্থক্য ভাগ হয়।
ও'মের সুত্র থেকে পাই,
R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ( Voltage), V1 = I x R1
R2 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ( Voltage), V2 = I x R2
R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ( Voltage), V3 = I x R3
এখন সবগুলো রোধ সন্নিবেশিত করার পর বিভব পার্থক্য V হলে,
V = V1 + V2 + V3
= IR1 + IR2 + IR3
V = I(R1 + R2 + R3) ........................ (1)
এখানে R1, R2, R3 এর পরিবর্তে যদি Rs মানের একটি রোধ লাগানো হয় তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে। তবে এখানে, অবশ্যই R1 + R2 + R3 = Rs
সুতরাং, Rs ই হবে বর্তনীর রোধ গুলোর (R1, R2, R3) তুল্য রোধ।
তুল্য রোধের ক্ষেত্রে,
V = I x Rs
বা, I(R1 + R2 + R3) = I x Rs [ V = I(R1 + R2 + R3) ........................ (1) বসিয়ে]
বা, Rs = R1 + R2 + R3 [ উভয় পক্ষ থেকে I বাদ দিয়ে]
শ্রেণি সন্নিবেশে তুল্য রোধ নির্ণয় এর জন্য বর্তনীর সব গুলো রোধকে যোগ করলেই তুল্য রোধ বের হয়ে যায়।
এখানে, তিনটি রোধের পরিবর্তে যদি n সংখ্যক রোধ শ্রেণি সন্নিবেশ এ যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হবে, Rs = R1 + R2 + R3 + ............... + Rn [ n = 1, 2, 3, .............]
শ্রেণি সন্নিবেশে তুল্য রোধের মান বর্তনীর প্রত্যেকটা রোধের থেকে বড়। অর্থাৎ, Rs > Rn [ n = 1, 2, ...]
সমস্যা-১ ঃ তুল্য রোধ নির্ণয় কর।
হিন্তঃ যেহেতু, শ্রেণি সন্নিবেশ তাই বর্তনীর সবগুলো রোধের যোগফল ই হবে এই বর্তনীর তুল্য রোধ।
২য় পরবে সমান্তরাল সন্নিবেশ নিয়া লিখা হবে।
this is really nice to read. informative post is very good to read. thanks a lot! link gta777
ReplyDelete