Tuesday, 27 February 2018

অবস্থান্তর মৌল (Transition Metal)

সবাইকে আসসালামুয়ালিকুম। শুরু করতে যাচ্ছি নবম ও দশম শ্রেণি রসাইন বই নিয়ে।

Chemistry Book (9-10)৪৮ পৃষ্ঠা এর অবস্থান্তর মৌল (Transition Metals) নিয়ে বই এ বলা হয়েছে,
পর্যায় সারণিতে গ্রুপ-3 থেকে গ্রউপ-12 পর্যন্ত গ্রুপ এ অবস্থিত মৌল সমূহ অবস্থান্তর মৌল (Transition Metal) হিসেবে পরিচিত। 




কিন্তু কথাটা অনেকাংশে ঠিক আবার অনেকাংশে ভুল। আসুন জেনে নেই অবস্থান্তর মৌল এর সংজ্ঞা

অবস্থান্তর মৌলঃ যে সকল মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে, যে আয়নের ইলেকট্রন বিন্যাস করলে d অরবিটাল আংশিক পূর্ণ হবে তাকে অবস্থান্তর মৌল (Transition Metal) বলে।

অর্থাৎ মৌল এর আয়নিত অবস্তার ইলেকট্রন বিন্যাস করলে d অরবিটাল এ ইলেকট্রন ১-৯ এর মধ্যে থাকবে। d পরিপূর্ণ অর্থাৎ d 10 হলে সেটি অবস্থান্তর মৌল না। আবার d অরবিটাল এ ইলেকট্রন প্রবেশ না করলে সেটিও অবস্থান্তর মৌল না। কথা গুলো তে বারে বারে এক্তা কথাই বলি মাথায় রাখবেন আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস।


উপরের পর্যায় সারণিতে ScZnmark করা আছে। এরা ৩ থেকে ১২ গ্রুপ এর মধ্যে আছে কিন্তু এই দুটি মৌল অবস্থান্তর মৌল না। 





Sc এর ইলেকট্রন বিন্যাস শেষের দিকে  3d1 এবং 4s2 আছে। Sc 3+ আয়ন গঠনের সময় এই 3 টা ইলেকট্রন ত্যাগ করে। তখন আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় d অরবিটাল ই নাই
আর অবস্থান্তর মৌল এর শর্ত d অরবিটাল এ ইলেকট্রন 1-9 থাকতে হবে আর এখানে d অরবিটাল এ নাই। সুতরাং, Sc অবস্থান্তর মৌল না। 

অপরদিকে, Zn এরও আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় d অরবিটাল এ ইলেকট্রন সংখ্যা 10 অর্থাৎ পরিপূর্ণ, যা অবস্থান্তর মৌল এর শর্তের বাইরে। সুতরাং, Zn ও অবস্থান্তর মৌল না।

Fe মৌল পর্যায় সারণির 8 নং গ্রুপ এ আছে। Fe 2+ আয়ন গঠন করে। Fe এর আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় d অরবিটালে ইলেকট্রন সংখ্যা 6 যা 1-9 এর মধ্যে। সুতরাং, Fe অবস্থান্তর মৌল।

অবস্থান্তর মৌল হতে হলে, 
                                          ১) মৌলের আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করতে হবে।
                                          ২) ইলেকট্রন বিন্যাস এ অবশ্যই d অরবিটাল থাকতে হবে।
                                          ৩) d অরবিটাল এ ইলেকট্রন সংখ্যা 1-9 এর মধ্যে থাকতে হবে।
                                          ৪) d অরবিটাল এ 10 টি ইলেকট্রন অর্থাৎ পরিপূর্ণ থাকতে পারবে না।


আশা করি সবাই বুঝসেন, আর যারা বুঝেন নাই আমার ফেসবুক প্রোফাইল এর লিঙ্ক দেয়া আছে আমাকে অবশ্যই মেসেজ দিবেন আমি ভিডিও করে দিব আপনাদের । যদি ১ জন এ মেসেজ দেন ভিডিও এর জন্য আমি অই ১ জন এর জন্নই ভিডিও বানাব। 

আমার কথা আপনারা কেন বিশ্বাস করবেন? আমিতো কোন বিজ্ঞানী বা শিক্ষক নই। তবে একটা কথা এই জিনিস গুলো বিজ্ঞানী দের থেকে পাওয়া আর শিক্ষক দের থেকে শিখা। আপনি অবশ্যই Higher Level এর বই অথবা google করে দেখতে পারেন আমার কথা সত্যি না মিথ্যা, ধন্যবনবা

আরেকটা কথা আমার ভুল ও হতে পারে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল গুলো শুধরে দিবেন। 

এই পোস্ট থেকে যদি বিন্দু মাত্র উপকৃত হন তাহলে শেয়ার করে অন্যদের উপকৃত হউয়ার সুযোগ করে দিন।

আজকের মত এখানেই শেষ করসি। আবার আসব অন্য কোন বিসয় নিয়ে ততক্ষণ ভাল থাকবেন।
আসসালামুয়ালিকুম।

15 comments:

  1. আমি খুবই উপকৃত হলাম । ধন্যবাদ 😊😊😊

    ReplyDelete
  2. সর্বমোট অবস্থান্তর মৌল কয়টি?

    ReplyDelete
  3. সর্বমোট অবস্থান্তর মৌল কয়টি?

    ReplyDelete
  4. খুবই ভালো

    ReplyDelete
  5. titanium o to tahola obosthantor moula na

    ReplyDelete
  6. ভ্যানাডিয়াম কি অবস্থান্তর মৌল??

    ReplyDelete
  7. অবস্থান্তর মৌল কয়টি?

    ReplyDelete