বিসমিল্লাহির রাহমানির রাহিম
পদার্থ বিজ্ঞান (Physics) এর তড়িৎ বর্তনী (Electric Circuit) নিয়া আলোচনা করবো।
তড়িৎ বর্তনী (Electric Circuit): তড়িৎ প্রবাহ চলার নির্দিষ্ট পথকেই তড়িৎ বর্তনী বলে। তড়িৎ উপকরণ গুলোকে, তড়িৎ উৎসের দুই প্রান্তের সাথে যুক্ত করে তড়িৎ বর্তনী তৈরি হয়।
তড়িৎ বর্তনী ২ প্রকারের হয়।
১) শ্রেণি বর্তনী ( Series Circuit)
২) সমান্তরাল বর্তনী ( Parallel Circuit)
১) শ্রেণি বর্তনী ( Series Circuit) : যে বর্তনীতে তড়িৎ উপকরণ গুলো পরপর অর্থাৎ একটির এক প্রান্তের সাথে অপরটির এক প্রান্ত এইভাবে যুক্ত থাকে তাকে শ্রেণি বর্তনী ( Series Circuit) বলে।
২) সমান্তরাল বর্তনী ( Parallel Circuit): যে বর্তনীতে তড়িৎ উপকরণ গুলো প্রত্যেকটির এক প্রান্ত একটি সাধারন বিন্দুতে এবং অপরপ্রান্ত গুলো অপর একটি সাধারন বিন্দুতে যুক্ত তাকে সমান্তরাল বর্তনী ( Parallel Circuit) বলে।
দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ সবাই ভাল থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসস্লামুয়ালিকুম।
আপনাদের যার যে সাহায্য প্রয়োজন তা আমাকে লিখবেন আমি সাহায্য করার চেষ্টা করব।
No comments:
Post a Comment