Friday, 2 March 2018

Electric Circuit

বিসমিল্লাহির রাহমানির রাহিম


পদার্থ বিজ্ঞান (Physics) এর তড়িৎ বর্তনী (Electric Circuit) নিয়া আলোচনা করবো।

তড়িৎ বর্তনী (Electric Circuit): তড়িৎ প্রবাহ চলার নির্দিষ্ট পথকেই তড়িৎ বর্তনী বলে। তড়িৎ উপকরণ গুলোকে, তড়িৎ উৎসের দুই প্রান্তের সাথে যুক্ত করে তড়িৎ বর্তনী তৈরি হয়।




তড়িৎ বর্তনী ২ প্রকারের হয়।
                                              ১) শ্রেণি বর্তনী ( Series Circuit)
                                              ২) সমান্তরাল বর্তনী ( Parallel Circuit)

১) শ্রেণি বর্তনী ( Series Circuit) : যে বর্তনীতে তড়িৎ উপকরণ গুলো পরপর অর্থাৎ একটির এক প্রান্তের সাথে অপরটির এক প্রান্ত এইভাবে যুক্ত থাকে তাকে শ্রেণি বর্তনী ( Series Circuit) বলে।




 ২) সমান্তরাল বর্তনী ( Parallel Circuit): যে বর্তনীতে তড়িৎ উপকরণ গুলো প্রত্যেকটির এক প্রান্ত একটি সাধারন বিন্দুতে এবং অপরপ্রান্ত গুলো অপর একটি সাধারন বিন্দুতে যুক্ত তাকে সমান্তরাল বর্তনী ( Parallel Circuit) বলে।




দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ সবাই ভাল থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসস্লামুয়ালিকুম।

আপনাদের যার যে সাহায্য প্রয়োজন তা আমাকে লিখবেন আমি সাহায্য করার চেষ্টা করব।

2 comments:

  1. I’m impressed! Extremely useful info specially the last part I care for such information a lot. I was seeking this certain info for a long time. https://sarahdoesntspeakforme.com/

    ReplyDelete
  2. You definitely have some great insight and great storie. rajatarung

    ReplyDelete